ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ
ভাষার মাসে ঈশ্বরদীতে ‘সরোজ’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী সাহিত্য-সংস্কৃতি পরিষদে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মোস্তাফিজুর রহমান খান কামাল। প্রধান আলোচক ছিলেন অধ্যাপক আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক উদয় নাথ লাহিড়ী। স্বাগত বক্তব্য রাখেন ‘সরোজ’ কাব্যগ্রন্থের রচয়িতা অধ্যাপক আখতার হোসেন।
মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, অধ্যক্ষ হামিদুর রহমান, কৃষকলীগ নেতা ও সাবেক ভিপি মুরাদ মালিথা, সহকারী অধ্যাপক হাসানুজ্জামান পরিষদের যুগ্ম সম্পাদক আতাউর রহমান বাবলু, পরিষদের সদস্য যুধিষ্ঠির কর্মকার, শিক্ষক ওসমান গণি, সাংগাঠনিক সম্পাদক জাহিদুর রহমান সনু প্রমূখ আলোচনায় অংশগ্রহন করেন।
‘সরোজ’ কাব্যগ্রন্থ থেকে আবৃতি করেন ঈশ্বরদী মহিলা কলেজের উপাধ্যক্ষ ইসমাইল হোসেন ও সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক নূরুল ইসলাম বাবলু