তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে জেলা পরিষদের সদস্য হোসনেআরা পারভীন লাভলী মত বিনিময় করেছেন। মঙ্গলবার সকালে অমর একুশে ফেব্রুয়ারী শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রেসক্লাব হলরুমে সাংবাদিকদের সাথে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন। নারী ও শিশু কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক হোসনেআরা পারভীন লাভলী উপজেলার পৌর সভার বাসিন্ধা ৬৪ সিরাজগঞ্জ ৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীর মক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী ম,ম আমজাদ হোসেন মিলনের বড় মেয়ে। তিনি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের উদ্দ্যেশে বলেন আপনারা জাতির বিবেক। আপনারাই পারেন সমাজ তথা দেশকে উন্নয়নের শীর্ষে পৌছাতে। দেশের উন্নয়ন অগ্রযাত্রার চিত্র বিশ্ব ব্যাপী প্রচারে আপনাদের ভূমিকাই অপরীসীম। তিনি অনুরোধসহ বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের জন্য দিক নির্দেশনামূলক বক্তব্য তুলে ধরেন। পরে তিনি উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের জেলা পরিষদের উদ্যোগে করোনা প্রতিরোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মহসীন আলী,সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহিন, যুগ্ম সাধারণ সম্পাদক হোসনেয়ারা নাসরিন দোলন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা সোহাগ, দপ্তর ও পাঠাগার সম্পাদক এস এম সঞ্জু কাদের,সদস্য সাইফুল্লাহ সরকার সহ আরো অনেকে।