মেনু

সাংবাদিক মশাহিদ আহমদ এর কারামুক্তি : পরবর্তী শুভেচ্ছা সমাবেশ

// মৌলভীবাজার প্রতিনিধি : স্কয়ার গ্রুপের লীজকৃত বড়লেখার “শাহবাজপুর চা বাগান” কর্তৃক “বোবারতল” এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভূমি দখলের সংবাদ প্রকাশ করায় মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক আমাদের কন্ঠ ও দৈনিক সিলেট বাণী পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মশাহিদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিনে কারামুক্তির পর, পরবর্তী “শুভেচ্ছা সমাবেশ” অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে গত ২৩ মার্চ দুপুরে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ মাহমুদুর রহমান এর সভাপতিত্বে ও সাংবাদিক ও মানবাধিকারকর্মী চিনু রঞ্জন তালুকদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সিলেট বিভাগীয় প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেফ আলী চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক খছরু মিয়া চৌধুরী, রাজনগর বার্তা পত্রিকার সম্পাদক ও প্রকাশক ও রাজনগর প্রতিনিধি এনটিভি (ইউরোপ), আক্তার হোসেন সাগর, প্রবাসী অধিকার ফোরাম মৌলভীবাজার এর সভাপতি তাওহিদ ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, মোহন ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহন আহমদ (ম্যাজিক মোহন), মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ সভাপতি অঞ্জন প্রসাদ রায় চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক কে.এম.সাইদুল ইসলাম (দৈনিক খবরপত্র), দপ্তর সম্পাদক- মঈনুল হক (সংবাদ সারাদেশ), সাংগঠনিক সম্পাদক- আব্দুল বাছিত খাঁন (দৈনিক নতুন দিন), অর্থ সম্পাদক- আব্দুল মুকিত ইমরাজ (জনতার দলিল), সহ- সাধারণ সম্পাদক- রিপন আহমদ (দৈনিক ভোরের সময়), সহ- প্রচার সম্পাদক- এমদাদ সুমন (দৈনিক বিশ্ব মানচিত্র), জাহেদুল ইসলাম পাপ্পু, সদস্য- কুলাউড়ার ডাক, বিজয় শাহ, সদস্য- দৈনিক আজকালের সংবাদ, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার অর্থ সম্পাদক মো: জিল্লুর রহমান,কার্যনির্বাহী সদস্য আব্দুর রহমান, এসএম ফাউন্ডেশন এর পরিচালক তোফাজ্জল হোসেন, দুর্ণীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম এর নয়ন দেব, ছাত্র ফোরাম এর আবু তালেব চৌধুরী, মানবাধিকারকর্মী বুল বুল খান, নাগরিক টিভি জেলা প্রতিনিধি বিকাশ দাশ, জেটিভি, অনলাইন প্রতিনিধি জুয়েল আহমদ প্রমুখ। সাংবাদিক মশাহিদ আহমদ এর পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন- মাওলানা আফরুজজ্জামান ও জাহিদ আহমদ। বক্তারা সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সাংবাদিক মশাহিদ আহমদ-কে দ্রুত কারা মুক্তি প্রদান করায় সাইবার ট্রাইব্যুনাল এর বিজ্ঞ বিচারক-কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। শুভেচ্ছা সমাবেশ এর শুরুতেই সাংবাদিক, মানবাধিকারকর্মী, বিভিন্ন পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দরা সাংবাদিক মশাহিদ আহমদ-কে ফুলেল শুভেচ্ছা প্রদান ও অভিনন্দন জানান। উল্লেখ্য- স্কয়ার গ্রুপের লীজকৃত মৌলভীবাজারের বড়লেখার শাহবাজপুর চা বাগান কর্তৃক বোবারতল এলাকার জনগণকে বাসস্থান হইতে উচ্ছেদ ও ভুমি দখলের সংবাদ প্রকাশ করায় সাংবাদিক মশাহিদ আহমদ এর বিরুদ্ধে সাইবার ডিজিটাল নিরাপত্তা আইনে চা বাগান কর্তৃপক্ষ মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৪ মার্চ সিলেট সাইবার ট্রাইব্যুনাল আদালতে হাজির হলে আদালত জামিন না দিয়ে কারাগারে প্রেরণ করেন। সর্বশেষ গত ২১ মার্চ তিনি সিলেট কারাগার থেকে জামিনের মাধ্যমে মুক্তি পান।