মেনু

মৌলভীবাজার দুর্লভপুর এলাকায় পাইপ ও গ্যাসের রাইজার লাইন ঝুকিপূর্ণ : অগ্নি দুর্ঘটনা‘র আশংকা

// মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার সদর উপজেলার দুর্লভপুর (পাঁচঘর) এলাকায় জালালাবাদ গ্যাসের আবিকা-মৌলভীবাজার এর আওতাধীন আবাসিক গ্রাহক সংকেত নং- ০৯০১০১২৭৯-এর বিতরণ পাইপ লাইন ও গ্যাসের রাইজার লাইন এর উপর নতুন দ্বিতল বিশিষ্ট ভবন নির্মাণ করার অভিযোগ উঠেছে। ভবনের নিচে গ্যাস লাইন ও গ্যাসের রাইজার ঝুকিপূর্ণ অবস্থায় ভবন নির্মাণ করায় যে কোন সময় গ্যাস লিকেজ হয়ে বড় ধরনের অগ্নি দুর্ঘটনা‘র আশংকা রয়েছে। ফলে আতৎকিত হয়ে বসবাস করছেন স্থানীয় প্রতিবেশী। সর্বশেষ গত ১৯ মার্চ আবিকা-মৌলভীবাজার এর ব্যবস্থাপক স্বাক্ষরিত পত্রে (স্বারক নং- ২৮.১৬৯১০০.১০৯.৭০.০০১.২৪/১০৯), গ্রাহক সংকেত নং- ০৯০১০১২৭৯) উক্ত ভবন মালিক মোঃ লেবু মিয়া-কে জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় যোগাযোগ করার জন্য নোটিশ প্রেরণ করেন। অন্যথায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ গ্যাস আইনের আলোকে ব্যবস্থা গ্রহনের হুশিয়ারী প্রদান করেন। প্রতিবেশী মুক্তার ও মো: রুমেলসহ এশাধিক প্রতিবেশী বলেন- এখানে আগে চলাচলের রাস্থা ছিল। গ্যাসের রাইজার লাইন এর উপর নতুন ভবন নির্মাণ করার কারণে আমরা হুমকির সম্মুখিন। বিষয়টি অফিস-কে অবগত করার হয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহন করার দাবী জানাই। এ ব্যপারে জানতে চাইলে ভবনের কেয়ারটোর হারুন ও ভবন মালিকের সাথে এশাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। আবিকা-মৌলভীবাজার এর ব্যবস্থাপক প্রকৌ. মোঃ ছানোয়ার হোসেন সত্যতা স্বীকার করে বলেন- ভবন মালিক প্রবাসী। তাই ভবনের কেয়ারটেকার নোটিশটি গ্রহণ করেছেন। বিষয়টি অতীব জরুরী। যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য বলা হয়েছে। জরুরী ভিত্তিতে, অন্যথায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নসহ গ্যাস আইনের আলোকে ব্যবস্থা গ্রহন করা হবে।