মেনু

উপজেলা নির্বাচনে চাটমোহরে আওয়ামী লীগের প্রতিদ্বনদ্বী আওয়ামী লীগ, মাঠে নেই বিএনপি!

// মোঃ নূরুল ইসলাম, চাটমোহর (পাবনা) সংবাদদাতা ঃ
আসছে উপজেলা পরিষদ নির্বাচন। উপজেলা নির্বাচনের গরম হাওয়া উত্তাপ ছড়াচ্ছে চাটমোহরে। প্রার্থীরা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন প্রচারণা। প্রার্থীরা জনসমর্থন পেতে সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া অনুষ্ঠানসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকান্ডে যোগদান করছেন। এ ছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণা চালাচ্ছেন তারা। তবে নির্বাচনের আগ থেকে বিএনপি নির্বাচনে অংশ নেয়া থেকে সরে এসে সরকার পতনের আন্দোলনে নেমেছে। তাই এবারো উপজেলা নির্বাচনের মাঠে নেই বিএনপি। তবে আওয়ামী লীগ ও আওয়ামী লীগ প্রার্থীরা প্রচার প্রচারণা শুরু করেছেন।

উপজেলা পরিষদ নির্বাচন দ্বিতীয় ধাপে আগামী ২১ মে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দ্বিতীয় ধাপে পাবনার চাটমোহর উপজেলায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১১জন প্রার্থী ইতিমধ্যেই মনোনয়নপত্র দাখিল করেছেন। চলছে যারযার মতো প্রচার প্রচারণা ও ভোট প্রার্থনার লড়াই। এ উপজেলায় চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ও সাবেক মেয়র মির্জা রেজাউল করিম দুলাল, চাটমোহর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতিকুর রহমান আতিক এবং পাবনা জজ কোর্টের এজিপি এ্যাডঃ সাইদুল ইসলাম চৌধুরী (আওয়ামী লীগ) মনোনয়নপত্র দাখিল করেছেন। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক (আওয়ামীলীগ), উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইদুল ইসলাম (আওয়ামীলীগ), মোঃ আসাদুজ্জামান পান্না (আওয়ামী লীগ), ওবায়দুল ইসলাম মিঠু (আওয়ামী লীগ) ও হুমায়ুন কবির (আওয়ামী লীগ) মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ফিরোজা পারভীন (আওয়ামীলীগ), সাবিনা ইয়াসমিন রানী (আওয়ামী লীগ) ও আরিফিন আকতার লিলি (আওয়ামী লীগ) মনোনয়নপত্র দাখিল করেছেন।

তিন পদে সকল প্রার্থী ছুটে চলছেন ভোটারদের কাছে। চাইছেন তাদের পক্ষে ভোট ও দোয়া। ইচ্ছে মতো দিচ্ছেন তাদের নির্বাচনী ওয়াদা।