রফিকুল ইসলাম সুইট : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণসহ বেশ কয়েকটি দাবি বাস্তবায়নের লক্ষে আগামী ৬ মার্চ ২০২১ স্বাধীনতা শিক্ষক পরিষদের আয়োজনে ঢাকায় শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলন কে সফল করতে পাবনা জেলা সম্মেলন প্রস্তুত কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে আগামী ১৪ নভেম্বর পাবনা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হবে।
জেলার সকল প্রতিষ্ঠান ভিত্তিক এবং উপজেলা ভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। মঙ্গলবার দুপুরে পাবনা আলিয়া মাদ্রাসায় সম্মেলন কক্ষে প্রস্তুত কমিটি গঠিত হয়।
সংগঠন সুত্রে জানাযায়- মঙ্গলবার দুপুরে পাবনা আলিয়া মাদ্রাসায় সম্মেলন কক্ষে পাবনা জেলা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মেনহাজ উদ্দিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রিয় কমিটির সাংগাঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. তেলোয়াত হোসাইন।
আলোচনা সভা শেষে পাবনা জেলা কমিটির সভাপতি অধ্যক্ষ মো. মেনহাজ উদ্দিন কে আহবায়ক করে সম্মেলন প্রস্তুত কমিটি গঠিত হয়। ১৪ নভেম্বর
পাবনা জেলার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং শিক্ষকদের নিয়ে সমন্বয় সভায় পুর্ণাঙ্গ প্রস্তুত কমিটি গঠিত হবে। স্বাধীনতা
শিক্ষক পরিষদের কমিটিতে স্কুল কলেজ মাদ্রাসা অর্ন্তভুক্ত আছে।
সভায় আরো উপস্থিত ছিলেন- সিটি কলেজের অধ্যক্ষ মো. সুজন মাহমুদ, শামসুল হুদা কলেজের অধ্যক্ষ মো. এনামুল হক টগর,আলিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ আশরাফুল আলম, উপাধ্যক্ষ নজরুল ইসলাম বাবু, আর এম একাডেমির সহকারী প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক কোমল চন্দ্র দাস, সহকারী অধ্যাপক রেজাউল করিম, সহকারী অধ্যাপক আমজাদ হোসেন, সহকারী অধ্যাপক আশরাফুল ইসলাম, সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, সহকারী অধ্যাপক রবিউল ইসলাম বাবু, সহকারী অধ্যাপক আরিফুল ইসলাম, সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার রায় প্রমূখ।