আমি ঘুমাতে পারিনা
রাত দীর্ঘ থেকে দীর্ঘতর হয়।
পৃথিবীকে মুড়িয়ে রাখে
প্রাগৈতিহাসিক অন্ধকার।
আমার চারপাশে বুনো শ্বাপদেরা
গর্জন করে, হুংকার ছাড়ে, হিসহিস করে
ভয়ে নয়- কেন জানি নিজের অক্ষমতায় ক্রোধে উন্মত্ত হই।
প্রতিশোধ স্পৃহায়- আমার ভিতরে জন্মনেয় আরেকটি হিংস্র জানোয়ার
সে আমাকে ঘুমাতে দেয় না।
ইন্ধন যোগায় শুধু প্রতিশোধের, হিংসার, ধ্বংসের।
আমার শত্রুরা স্বচ্ছন্দে বিচরন করে সূর্য চাঁদের আলোস্নাত
পৃথিবীর পরে – রাতে দিনে।
শুধু আমি ঘুমাতে পারিনা, শান্তি
পাই না,ধ্বংস হই।আমার ভেতরের
পশুটার পাশবিক প্ররোচনায় ।