তিন কীটনাশক ব্যবসায়ীকে জরিমানা

নাটোর প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে অবৈধভাবে কীটনাশক দোকানে সার মজুদ রাখায় তিন কীটনাশক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহ¯পতিবার (২১ নভেম্বর) বিকেলে গুরুদাসপুর উপজেলার পৌর সদরের চাঁচকৈর বাজারে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সালমা আক্তার। এ সময় সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার হারুনুর রশিদ, অতিরিক্ত কৃষি অফিসার মো. মমিনুল ইসলামসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

তিনি বলেন, অভিযুক্ত রহমান বীজ ভান্ডার, মেসার্স মন্ডল এন্টার প্রাইজ ও শুভ এন্টার প্রাইজ দীর্ঘদিন ধরে কীটনাশকের লাইসেন্সে চাঁচকৈর বাজারে সার বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে সেখানে অভিযান চালানো হয়। এবং তিন ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

গুরুদাসপুর কৃষি কর্মকর্তা হারুনর রশীদ বলেন, রবিশষ্য মওসুম শুরু হতে যাচ্ছে। এই এসময় কৃষক পর্যায়ে সারের ব্যপক চাহিদা রয়েছে। কেউ যাতে অবৈধ ভাবে সার বিক্রি করে কৃষকের কাছে উচ্চ মূল্য নিতে না পারেন, সে জন্য আমাদের অভিযান অব্যাহত থাকবে।